শিশুর বিকাশ ও তার নীতি সম্পর্কে আলোচনা । definition of child development

শিশুর বিকাশ ও তার নীতি সম্পর্কে আলোচনা । definition of child development মনোবিদ এবং শারীরবিজ্ঞানীগণ বিভিন্নভাবে পর্যালোচনা করে মন্তব্য করেন যে, বিকাশ একটি প্রক্রিয়া যা একাধিক নীতির দ্বারা নিয়ন্ত্রিত, বিকাশের নীতিগুলি নিম্নে উল্লেখ করা হল- ক. বিকাশের ফলে পরিবর্তন ঘটে যার উদ্দেশ্য হল আত্মোপলব্ধি। এই আত্মোপলব্ধি সহজাত সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যাবলির প্রকাশ। খ. প্রাথমিক বিকাশ পরবর্তী বিকাশ অপেক্ষা গুরুত্বপূর্ণ। এর কারণ হল শিখন এবং অভিজ্ঞতা প্রাথমিক বিকাশের উপর বিশেষ প্রভাব বিস্তার করে। এই শিখন ও অভিজ্ঞতার প্রভাবে শিশুর ব্যক্তিগত ও সামাজিক সংগতিবিধানে যদি কোনো ক্ষতিকর প্রভাব ফেলে তা অভ্যাসে পরিণত হওয়ার পূর্বে পরিবর্তন করা সম্ভব। গ. শিখন এবং পরিণমনের মিথস্ক্রিয়ার ফলে বিকাশ কার্যকরী হয়। ঘ. বিকাশ কীভাবে কার্যকরী হবে, সে সম্পর্কে পূর্বাভাস দেওয়া সম্ভব। যদিও কোনো কোনো ক্ষেত্রে ত্বরান্বিত বা বিলম্ব ঘটতে পারে। ঙ. বিকাশের ক্ষেত্রে সব শিশুদের মধ্যে সাদৃশ্য দেখা যায়। যেমন-সব শিশুই হাঁটার পূর্বে দাঁড়াতে শেখে এবং চতুর...