গ্রামাঞ্চলের পরিবেশ ও শহরাঞ্চলের পরিবেশের সমস্যা ।। Environment problem in rural and urban areas

 গ্রামাঞ্চলের পরিবেশ ও শহরাঞ্চলের পরিবেশের সমস্যা ।। Environment problem in rural and urban areas




○গ্রামাঞ্চলের পরিবেশ সমস্যা:

ভারতের শতকরা 78 ভাগ মানুষ গ্রামে বাস করে। গ্রামাঞ্চলের পরিবেশে অন্যতম কতকগুলি সমস্যা হল-

• গ্রামাঞ্চল মূলত কৃষিভিত্তিক। কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ও অনিয়ন্ত্রিত ব্যবহার জমির উর্বরতাকে নষ্ট করে দিচ্ছে। জমিতে অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র কীটপতঙ্গ, জীবাণু, পাখি, ব্যাং ইত্যাদির সংখ্যা কমে গিয়ে কৃষিজমির বাস্তুতন্ত্রের ভারসাম্য বহুলাংশে বিনষ্ট করে দিয়েছে।

• কৃষিকাজের জন্য অধিক পরিমাণে ভূগর্ভস্থ জল তোলার কারণে পানীয় জলের নলকূপ, জলাধার প্রভৃতি শুকিয়ে যায়, গ্রীষ্মে জলাভাব দেখা দেয়। আর্সেনিক দূষণযুক্ত ক্ষতিকর জল নলকূপ দিয়ে উঠতে থাকে।

• গ্রামাঞ্চলে জ্বালানির প্রয়োজনে গাছপালা কাটার ফলে সবুজ আচ্ছাদন কমছে। সেই সলো ক্রমবর্ধমান গবাদি পশু তৃণভূমিতে নিবিড়ভাবে চারণ করার ফলে ভূমিক্ষয় ঘটছে।

• উন্নতা ও আর্দ্রতার পরিবর্তন ঘটছে, যার ক্ষতিকর প্রভাব সজীব জগতের ওপর বাড়ছে।

• ভূমিক্ষয় হওয়ার ফলে কৃষিজমির উৎপাদন ক্ষমতা কমছে।

• নানা রাসায়নিক সার, কীটনাশক বা আগাছানাশক পদার্থের ব্যবহারের ফলে মাটি যেমন দূষিত হচ্ছে, তেমনই কৃষিজমির অতিরিক্ত জল যেসব জলাশয়ে গিয়ে পড়ছে সেই জলাশয় দূষিত হচ্ছে। জলাশয়ের মাছ মারা পড়ছে ও অন্যান্য সজীবতা নষ্ট হচ্ছে।

• গ্রামাঞ্চলে উপযুক্ত শৌচাগার ব্যবস্থা না-থাকলে অধিকাংশ মানুষ উন্মুক্ত প্রান্তরকে শৌচাগার হিসেবে ব্যবহার করে। ফলে অস্বাস্থ্যকর পরিবেশ গড়ে ওঠে।

• গ্রামাঞ্চলে প্রাকৃতিক সম্পদের (জমি, বন, জলাশয় ইত্যাদি) অবক্ষয়ের কারণে, এবং স্বাস্থ্য-পরিসেবা, তড়িৎ- ব্যবস্থা ইত্যাদির উপযুক্ত সংস্থান না-থাকার কারণে কাজের জন্য গ্রামের মানুষ শহরের পথে পাড়ি দিয়ে জনঘনত্ব বাড়িয়ে দেয়।

• গ্রামাঞ্চলের রাস্তাঘাট, বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ, রেলপথ স্থাপন প্রভৃতির কারণে জমি ও অরণ্যের যথেচ্ছ ধ্বংস সাধিত হয়েছে এবং এখনও তা অব্যাহত আছে। তার ফলে ভূমিক্ষয়, খরা, বন্যার মতো বিপর্যয় দেখা দিচ্ছে।


○ শহরের পরিবেশ সমস্যা:

সাধারণভাবে প্রশাসন চালানোর কেন্দ্র, ব্যাবসা চালানোর কেন্দ্র, পণ্য উৎপাদন কেন্দ্র, শিল্প উৎপাদন কেন্দ্র ইত্যাদিকে ঘিরে শহর গড়ে ওঠে। কিংবা শহর গড়ে ওঠার সঙ্গে সঙ্গে নানা সুবিধা থাকার কারণে অন্যান্য ব্যবস্থাগুলিও পরবর্তী সময়ে যুক্ত হয়ে যায়। ফলে জীবন ও জীবিকার প্রয়োজনে মানুষ বেশি শহরমুখী হচ্ছে। উন্নত দেশগুলির শতকরা 75 ভাগই শহরে বসবাস করে। শহরের পরিবেশ সমস্যাগুলির মধ্যে কয়েকটি হল-

• শহরের রাস্তায় প্রচুর পরিমাণ যানবাহন চলে এবং ফলে বায়ুদূষণ ঘটে। বেশিরভাগ বড়ো শহর এখন বায়ুদূষণের কবলে পড়েছে।

• শহরের মধ্যে বা শহরের কাছাকাছি গড়ে ওঠা শিল্প, কলকারখানা থেকে নির্গত নানা প্রকার বিষাক্ত রাসায়নিবন পদার্থ শহরের জল, মাটি, বাতাসকে বিষিয়ে তুলছে।

• শহরের বায়ুতে নানাপ্রকার ভাসমান কণা (প্রলম্বিত কণা)-র মাত্রা বেশি যা মানুষের পক্ষে ক্ষতিকর।

• প্লাস্টিক ও ফোমের তৈরি ঠোঙা, কাপ, গ্লাস প্রভৃতি বিভাজন অযোগ্য পদার্থের পরিমাণ শহরাঞ্চলে বেশি যা নানাপ্রকার অসুবিধার সৃষ্টি করে।

• বায়ুদূষণের জন্য অ্যাসিডবৃষ্টির কারণে শহরে অবস্থিত বহু ঐতিহ্যমণ্ডিত ভাস্কর্য এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়

• শহরে জমা জঞ্জাল ব্যবস্থাপনা এক গুরুতর সমস্যা। জলসম্পদের সুস্থায়ী ব্যবহার ও সঞ্চয় প্রক্রিয়া নীল বিপ্লবের অন্তর্গত বিষয়।

• উপযুক্ত পয়ঃপ্রণালী ব্যবস্থা শহরে গড়ে না-তুললে নানা অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়।

• শহরে বিশুদ্ধ পানীয় জলের সমস্যা একটি বড়ো সমস্যা।

• ভারতবর্ষে শহরের অধিবাসীদের এক-তৃতীয়াংশ বাস করে বস্তিতে। এখানে জল ও পয়ঃপ্রণালীর উপযুক্ত সুবিধাগুলি না-থাকার কারণে কলেরা, আমাশয়, টাইফয়েড, আন্ত্রিকজনিত মৃত্যুই শহরের প্রায় 60 শতাংশ হয়।

• শহরে ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধি, শহরে বাস করার জন্য অন্যান্য প্রদেশ ও গ্রাম থেকে আসা মানুষজনের সংখ্যা বৃদ্ধি এবং কাজের জন্য দৈনন্দিন আসা-যাওয়া করা লোকের সংখ্যা বাড়ার কারণে শহরের পানীয় জল সরবরাহ ব্যবস্থা, যান চলাচল ব্যবস্থা, তড়িৎ ব্যবহার ব্যবস্থা ইত্যাদির ওপর প্রভূত চাপ পড়ে। জনসংখ্যার চাপে শহরে বর্জ্যের পরিমাণ বাড়ে।

• শহরে জনসংখ্যা বৃদ্ধি মানে শহরে বাসস্থানের সংকুলান হয় না। শহরতলিতে বাড়িঘরদোর বানানো (নগর বৃদ্ধি) মানে চাষযোগ্য জমিসহ অন্যান্য প্রাকৃতিক জমির বিলুপ্তি, এর ফলে ভূবৈচিত্র্যের কাঠামো বদল হচ্ছে। 

শহরে ঘিঞ্জি ব্যবস্থার জন্য পথদুর্ঘটনা, আগুনে ভস্মীভূত হওয়া, তড়িদাহত হওয়া ইত্যাদির ঘটনা অনেক বেশি ঘটে।

Popular posts from this blog

নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষা ।।Formal Education

শিক্ষায় আধুনিক শিক্ষকের ভূমিকা || Role of modern teacher in education

বৃদ্ধি কাকে বলে ও বৈশিষ্ট্য । Definition of Growth