বৃদ্ধি কাকে বলে ও বৈশিষ্ট্য । Definition of Growth
বৃদ্ধি বলতে বোঝায় ধারাবাহিকভাবে অগ্রগতিমূলক পরিবর্তন। অগ্রগতিমূলক কথার অর্থ হল এটি সামনের দিকে এগিয়ে চলে, পশ্চাতের দিকে নয়। ধারাবাহিকতার অর্থ হল পরিবর্তন আগে ও পরে নির্দিষ্ট পরিমাণে হয়।
বৃদ্ধি বলতে মনোবিজ্ঞানীরা শিশুর দেহের পরিমাণগত (Quantitative) পরিবর্তন অর্থাৎ দেহের আয়তন (দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা) ও ওজনের বৃদ্ধিকে সূচিত করেছেন। এই প্রসঙ্গে মনোবিজ্ঞানী Arnold Gessel বলেছেন-"Growth is a function of the organism rather than of the environment as such." অর্থাৎ বৃদ্ধি হল দেহযন্ত্রের ক্রিয়া যা পরিবেশের ক্রিয়ার দ্বারা সম্পূর্ণভাবে নির্ধারিত হয় না।
বৃদ্ধির সাধারণ বৈশিষ্ট্যসমূহ
জন্মের পর শিশুর বৃদ্ধি কীভাবে ঘটে সে সম্পর্কে বিভিন্ন গবেষণা থেকে মনোবিজ্ঞানীরা বৃদ্ধির যে বৈশিষ্ট্যগুলি নির্ণয় করেছেন সেগুলি হল-বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে শিশুর বৃদ্ধি ঘটে।
জন্মের পর থেকে শিশুর দৈহিক বৃদ্ধির হার বিভিন্ন বয়সে কখনও বাড়ে, আবার কখনও কমে।জন্ম থেকে আড়াই বছর বয়স পর্যন্ত দৈহিক বৃদ্ধির হার খুব দ্রুত হয়।
• আড়াই বছর বয়স থেকে বারো কিংবা তেরো বছর বয়স পর্যন্ত শিশুর দৈহিক বৃদ্ধির হার খুব কমে যায়।পনেরো-ষোলো বছর বয়সে অর্থাৎ কৈশোরে দৈহিক বৃদ্ধির হার আবার বেড়ে যায়।
মেয়েদের আঠারো এবং ছেলেদের কুড়ি-একুশ বছর বয়স পর্যন্ত খুব ধীরে হলেও দৈহিক বৃদ্ধি ঘটতে থাকে।পুষ্টিকর খাদ্য, উপযুক্ত পরিবেশ এবং অঙ্গপ্রত্যঙ্গের পরিচর্যার উপর শিশুর স্বাভাবিক দৈহিক বৃদ্ধি নির্ভর করে।
• প্রত্যেক শিশুর দৈহিক বৃদ্ধি একই হারে ঘটে না। কারও দৈহিক বৃদ্ধি দ্রুতগতিতে ঘটে, আবার কারও গতি ধীর।প্রত্যেক শিশুর বৃদ্ধি তার নিজস্ব গতিতে চলে।
• একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত শিশুর বৃদ্ধি নিরবচ্ছিন্ন ও ধারাবাহিকভাবে ঘটে।
• আবহাওয়ার উপরও বৃদ্ধি নির্ভর করে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বৃদ্ধির হারের পরিবর্তন লক্ষ করা যায়।
Definition of Growth