শিশুর বিকাশ ও তার নীতি সম্পর্কে আলোচনা । definition of child development

          শিশুর বিকাশ ও তার নীতি সম্পর্কে আলোচনা । definition of child development 

          মনোবিদ এবং শারীরবিজ্ঞানীগণ বিভিন্নভাবে পর্যালোচনা করে মন্তব্য করেন যে, বিকাশ একটি প্রক্রিয়া যা একাধিক নীতির দ্বারা নিয়ন্ত্রিত, বিকাশের নীতিগুলি নিম্নে উল্লেখ করা হল-


ক. বিকাশের ফলে পরিবর্তন ঘটে যার উদ্দেশ্য হল আত্মোপলব্ধি। এই আত্মোপলব্ধি সহজাত সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যাবলির প্রকাশ।


খ. প্রাথমিক বিকাশ পরবর্তী বিকাশ অপেক্ষা গুরুত্বপূর্ণ। এর কারণ হল শিখন এবং অভিজ্ঞতা প্রাথমিক বিকাশের উপর বিশেষ প্রভাব বিস্তার করে। এই শিখন ও অভিজ্ঞতার প্রভাবে শিশুর ব্যক্তিগত ও সামাজিক সংগতিবিধানে যদি কোনো ক্ষতিকর প্রভাব ফেলে তা অভ্যাসে পরিণত হওয়ার পূর্বে পরিবর্তন করা সম্ভব।


গ. শিখন এবং পরিণমনের মিথস্ক্রিয়ার ফলে বিকাশ কার্যকরী হয়।


ঘ. বিকাশ কীভাবে কার্যকরী হবে, সে সম্পর্কে পূর্বাভাস দেওয়া সম্ভব। যদিও কোনো কোনো ক্ষেত্রে ত্বরান্বিত বা বিলম্ব ঘটতে পারে।


ঙ. বিকাশের ক্ষেত্রে সব শিশুদের মধ্যে সাদৃশ্য দেখা যায়। যেমন-সব শিশুই হাঁটার পূর্বে দাঁড়াতে শেখে এবং চতুর্ভুজ অঙ্কনের পূর্বে বৃত্ত অঙ্কন করতে সক্ষম হয়। বিকাশ সাধারণ থেকে বিশেষ প্রতিক্রিয়ার দিকে অগ্রসর হয়। বিকাশ নিরবচ্ছিন্ন। বিভিন্ন দিকের বিকাশের হার বিভিন্ন এবং বিভিন্ন দিকেও বিকাশের মধ্যে সম্পর্ক বর্তমান।


চ. অংশত বংশধারা এবং অংশত পরিবেশের প্রভাবের ফলে বিকাশের ক্ষেত্রে পার্থক্য দেখা যায়। এটি শারীরিক এবং মানসিক বিকাশ উভয় ক্ষেত্রেই সত্য।


ছ. বিকাশের বিভিন্ন স্তর আছে, যেমন-প্রাক্-জন্মকালীন, শৈশব, প্রাক্-বাল্যকাল, প্রান্তীয় বাল্যকাল এবং বয়ঃসন্ধিক্ষণ। স্তরগুলির মধ্যে কোনো সময় ভারসাম্য বজায় থাকে আবার কোনো সময় ভারসাম্যহীনতা দেখা যায়।


জ. বিকাশের প্রতিটি স্তরের ক্ষেত্রেই সামাজিক প্রত্যাশা নির্দিষ্ট করা হয়। এই সামাজিক প্রত্যাশার ভিত্তিতেই পিতামাতা এবং শিক্ষক স্থির করেন শিশুর সুষ্ঠু অভিযোজনের জন্য কীভাবে তাদের সঙ্গে ব্যবহার করা যথাযথ হবে এবং কীভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া যায়।


ঝ. বিকাশের প্রতিটি স্তরে এবং প্রতিটি ক্ষেত্রে শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দেয়, যার ফলে বিকাশের ধারার পরিবর্তন ঘটতে পারে।


ঞ. বিকাশের প্রতিটি স্তরে সন্তুষ্টির মাত্রার পার্থক্য দেখা যায়। জীবনের প্রথম স্তরে সন্তুষ্টি সর্বোচ্চ পরিমাণে দেখা যায় এবং বয়ঃসন্ধিক্ষণে সর্বাপেক্ষা অধিক অসন্তোষ দেখা দেয়।

Definition of child development

Popular posts from this blog

নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষা ।।Formal Education

শিক্ষায় আধুনিক শিক্ষকের ভূমিকা || Role of modern teacher in education

বৃদ্ধি কাকে বলে ও বৈশিষ্ট্য । Definition of Growth